এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল c প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) সত্যের উপরে অর্থাৎ দ্বীনের উপরে কিভাবে অটল থাকা যায়? শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল c নিম্নোক্ত চারটি বিষয়কে দ্বীনের উপর অটল ও অবিচল থাকার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন এবং ছূরাতুল ‘আস্র-কে এর প্রমাণ হিসাবে পেশ করেছেন। বিষয় চারটি হলো যথা:-
(ক) ঈমান বাস্তবায়ন।
(খ) নেককাজ করা।
(গ) পরস্পর সত্যের সদুপদেশ প্রদান করা।
(ঘ) একে অপরকে ধৈর্যধারণের সদুপদেশ প্রদান করা।
২) খুশূ‘ অর্জনের (আল্লাহ্র প্রতি বিনয়ী হওয়ার) পদ্ধতি সম্পর্কে এক চমৎকার আলোচনা।
ভাষান্তর শেষে অনুবাদক নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছেন:-
১) ডাক্তারী পড়ালেখায় পরীক্ষার সময় বাধ্য হয়ে শিক্ষিকার প্রতি তাকানোর শার‘য়ী বিধান কি?
২) যে ব্যক্তি অসুস্থ তার প্রতি আপনার উপদেশ কি? সে কিভাবে আল্লাহ্কে ডাকবে, একমাত্র আল্লাহ্র উপর পূর্ণ ভরসা রাখবে এবং কিভাবে সে ধৈর্যধারণ করবে? সে কিভাবে আল্লাহ্র সাথে তার অন্তরের সম্পর্ক বৃদ্ধি করবে? রোগ মুক্তির জন্য এবং আল্লাহ্র ক্ষমা লাভের জন্যে কিরূপ ‘ইবাদাত করা তার উচিত? بارك الله فيكم.
৩) ত্রুটি এবং পথভ্রষ্টতা এ দু’য়ের মধ্যে পার্থক্য কি? আমরা কিভাবে বুঝবো- একজন লোক ত্রুটি করছে, না ভ্রষ্ট পথ অবলম্বন করছে ?