ছালাফে সালিহীনের মানহাজের উপর অটল ও অবিচল থাকার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং উপায় ও পদ্ধতি (১ম পর্ব)

এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু উমার বাযমূল c প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c এতে নিম্নোক্ত বিষয়গুলো অত্যন্ত সরল ও সাবলীলভাবে আলোচনা করা হয়েছে:-
১) কিভাবে ছালাফী মানহাজের উপর অটল ও অবিচল থাকা যায়?
২) অটল বা অবিচল থাকার অর্থ।
৩) ফিরিশতাগণ মু’মিনগণকে সঠিক মানহাজের উপর অবিচল থাকতে সহযোগিতা করেন।
৪) দ্বীনের উপর অটল থাকার গুরুত্ব।
৫) কিভাবে দ্বীনের উপর অটল থাকা যায়?
৬) আহলুল হাদীছ তথা আহলুছ্‌ ছুন্নাহ এর বৈশিষ্ট্য হলো সঠিক মানহাজের উপর অটল ও অবিচল থাকা।
৭) সাব্‌রের সাথে মু’মিনের সম্পর্ক।

 
ভাষান্তর শেষে অনুবাদক নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছেন:-
১) ক্বাল্‌ব পরিচ্ছন্ন রাখতে দু‘আ ছাড়া আর কি করা যায়?
২) ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগকারী কিভাবে তাওবাহ করবে? তাকে কি আবার শাহাদাহ নিতে হবে?
৩) ক্বাল্‌ব আর যেহ্‌ন তথা মেধা বা বোধশক্তির মধ্যে পার্থক্য কি?

Subscribe to our mailing list

* indicates required
Close