এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) হাদীছে বর্ণিত আল্লাহ্র (سبحانه وتعالى) সিফাত বা গুণাবলির আলোচনা।
২) হাদীছে বর্ণিত আল্লাহ্র (عز وجل) সিফাত (গুণ) “হাসা” সম্পর্কে আলোচনা।
৩) “আল্লাহ جل وعلا হাসেন বা আনন্দিত হন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন:- অর্থ- আল্লাহ ঐ দুই ব্যক্তির প্রতি হাসেন যাদের একজন আরেকজনকে হত্যা করে, অতঃপর তাদের দু’জনই জান্নাতে প্রবেশ করে।
৪) ‘আব্দুল্লাহ ইবনু মাছ‘ঊদ رضي الله عنه বর্ণিত হাদীছের ব্যাখ্যা।…