আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (১৫তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o রচিত সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (4) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। ভাষান্তরিত বক্তব্যে উছতায হাম্মাদ বিল্লাহ c নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (0) সিফাত বা গুণাবলির আলোচনা।
২) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (7) সিফাত (গুণ) “হাসা” সম্পর্কে আলোচনা।
৩) “আল্লাহ 8 হাসেন বা আনন্দিত হন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ 1 বলেছেন:- অর্থ- আল্লাহ ঐ দুই ব্যক্তির প্রতি হাসেন যাদের একজন আরেকজনকে হত্যা করে, অতঃপর তাদের দু’জনই জান্নাতে প্রবেশ করে।
৪) ‘আব্দুল্লাহ ইবনু মাছ‘ঊদ 3 বর্ণিত হাদীছের ব্যাখ্যা।
৫) প্রত্যেক মুছলমানের জন্য ওয়াজিব আল্লাহ্‌র (0) এ মহান গুণটিকে (আল্লাহ 7 হাসেন) বাত্বিল সাব্যস্ত না করা, তার শব্দ বা অর্থে কোনরূপ পরিবর্তন না করা, এর কোন আকার বা সদৃশ সাব্যস্ত না করা, বরং ছুন্নাহ্‌তে এ গুণটি যেভাবে বর্ণিত রয়েছে ঠিক সেভাবেই তার বাহ্যিক অর্থসহ পরিপূর্ণরূপে বিশ্বাস ও স্বীকার করা।
৬) মানুষের জ্ঞান-বুদ্ধি কিংবা চিন্তা-অনুভূতি যা কিছু ধারণা ও কল্পনা করে, আল্লাহ 8 সে সবের অনেক অনেক ঊর্ধ্বে।
৭) সর্বপ্রথম সৃষ্টি কি- ‘আর্‌শ, আল্লাহ্‌র কালাম না-কি পানি?

Subscribe to our mailing list

* indicates required
Close