আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (১৩তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o রচিত সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (4) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। ভাষান্তরিত বক্তব্যে উছতায হাম্মাদ বিল্লাহ c নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) ক্বোরআনে কারীমে উল্লেখিত আল্লাহ্‌র (0) ৫ম সিফাত বা গুণ “সন্তুষ্ট হওয়া” সম্পর্কে আলোচনা।
২) আল্লাহ 7 সন্তুষ্ট হন, এর প্রমাণ হলো- ছূরা আল মা-য়িদাহ্‌র ১১৯নং আয়াত।
৩) “আল্লাহ 8 সন্তুষ্ট হন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ 1 বলেছেন:- অর্থ- নিশ্চয় আল্লাহ ঐ বান্দাহ্‌র প্রতি সন্তুষ্ট হন, যে কোন কিছু আহার করার পর বা কোন কিছু পান করার পর তজ্জন্য আল্লাহ্‌র প্রশংসা জ্ঞাপন করে।সাহীহ্‌ মুছলিম
৪) ক্বোরআনে কারীমে উল্লেখিত আল্লাহ্‌র (0) ৬ষ্ঠ সিফাত বা গুণ “ভালোবাসা” সম্পর্কে আলোচনা।
৫) “আল্লাহ 8 ভালোবাসেন” এর প্রমাণ হলো- ছূরা  আল মা-য়িদাহ্‌র ৫৪নং আয়াত।
৬) “আল্লাহ 0 ভালোবাসেন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- খায়বার যুদ্ধে রাছূলুল্লাহ 1 বলেছিলেন:- অর্থ- আল্লাহ ও তাঁর রাছূলকে যে ভালোবাসে আর আল্লাহ ও তাঁর রাছূল যাকে ভালোবাসেন; ঐ ব্যক্তির হাতেই আমি আগামীকাল এই পতাকা তুলে দিব।সাহীহ্‌ বুখারী
৭) ক্বোরআনে কারীমে উল্লেখিত আল্লাহ্‌র (0) ৭ম সিফাত বা গুণ “আল্লাহ রাগান্বিত বা ক্রোধান্বিত হন” সম্পর্কে আলোচনা।
৮) “আল্লাহ রাগান্বিত বা ক্রোধান্বিত হন” এর প্রমাণ হলো- ছূরা আন্‌নিছা-র ৯৩নং আয়াত এবং ছূরা যুখরুফের ৫৫নং আয়াত।
৯) “আল্লাহ রাগান্বিত বা ক্রোধান্বিত হন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ 1 বলেছেন:- অর্থ- নিশ্চয় আল্লাহ স্বীয় ‘আরশে যা কিছু লিখে রেখেছেন তন্মধ্যে একটি বিষয় হলো- “নিংসন্দেহে আমার রাহ্‌মাত আমার ক্রোধের উপর প্রাধান্য পেয়ে গেছে”।সাহীহ্‌ বুখারী ও সাহীহ্‌ মুছলিম
১০) ক্বোরআনে কারীমে উল্লেখিত আল্লাহ্‌র (7) ৮ম সিফাত বা গুণ “ আল্লাহ অসন্তুষ্ট হন” সম্পর্কে আলোচনা।
১১) “আল্লাহ অসন্তুষ্ট হন” এর প্রমাণ হলো- ছূরা মুহাম্মাদের ২৮নং আয়াত।
১২) “আল্লাহ অসন্তুষ্ট হন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ 1 আল্লাহ্‌র কাছে দু‘আ করতে যেয়ে বলেছেন:- অর্থ- “হে আল্লাহ! আমি আপনার অসন্তুষ্টি থেকে আপনার সন্তুষ্টির এবং আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি।সাহীহ্‌ মুছলিম
১৩) ক্বোরআনে কারীমে উল্লেখিত আল্লাহ্‌র (8) ৯ম সিফাত বা গুণ “আল্লাহ ঘৃণা বা অপছন্দ করেন” সম্পর্কে আলোচনা।
১৪)  “আল্লাহ ঘৃণা বা অপছন্দ করেন” এর প্রমাণ হলো- ছূরা তাওবাহ্‌র ৪৬নং আয়াত।
১৫) “আল্লাহ ঘৃণা বা অপছন্দ করেন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ 1 বলেছেন:- অর্থ- নিশ্চয় আল্লাহ সমালোচনা করা, অতিরিক্ত প্রশ্ন করা এবং সম্পদের অপচয় করাকে তোমাদের জন্য অপছন্দ করেন।সাহীহ্‌ বুখারী
১৬) প্রত্যেক মুছলমানের জন্য আবশ্যকীয় হলো- ক্বোরআন, ছুন্নাহ ও ছালাফে সালিহীনের (p) ইজমা‘ দ্বারা প্রমাণিত আল্লাহ্‌র (0) কোন গুণকে বাত্বিল সাব্যস্ত না করা, তাতে কোন ধরনের পরিবর্তন না করা, তার কোন আকার বা সদৃশ নির্ধারণ না করা, বরং যেভাবে বর্ণিত রয়েছে ঠিক সেভাবেই তার বাহ্যিক অর্থসহ তাতে পরিপূর্ণ বিশ্বাস পোষণ করা।

 

আলোচনা শেষে নিম্নোক্ত প্রশ্নসমূহ উপস্থাপন করা হয়:-
ক) আল্লাহর (0) দয়া-মায়া এরকম সকল নরম গুণই কি আল্লাহর রাগান্বিত হওয়া, শাস্তি দেয়া এসব শক্ত গুণের উপর প্রাধান্য লাভ করেছে? যেমন করে হাদীছে বর্ণিত হয়েছে যে, আল্লাহর (8) রাহ্‌মাহ আল্লাহর ক্রোধ এর উপর প্রাধান্য লাভ করেছে?
খ) কোনো সাধারণ মুছলিম যদি তার জীবদ্দশায় আল্লাহর (7) গুণ সম্পর্কে বিস্তৃত জানার সুযোগ না পায়, তাহলেও কি সে জান্নাতে যেতে পারবে?


১. সাহীহ্‌ মুছলিম 
২. সাহীহ্‌ বুখারী 
৩. সাহীহ্‌ বুখারী ও সাহীহ্‌ মুছলিম 
৪. সাহীহ্‌ মুছলিম 
৫. সাহীহ্‌ বুখারী 

Subscribe to our mailing list

* indicates required
Close