এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান (حفظه الله) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (رحمه الله) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله)।
বক্তব্যের এ পর্বে উছতায মীযান তথা দাড়ীপাল্লা সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়া এতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কেও অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য।
২) দুন্ইয়ার জীবন, ক্বাব্রের জীবন ও আখিরাতের জীবনের উদ্দেশ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়ে শাইখ আলোচনা করেছেন।
৩) ক্বাব্রের ফিতনাহ ও ক্বাব্রের ‘আযাব পৃথক দুটি বিষয়।…