উত্তম বর এবং কনে চয়নের ছুন্নাহ ভিত্তিক টিপস

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৪১নং পর্ব)

উছতায আবূ ছা`আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله ধারাবাহিক এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন।পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।  এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله ‘বর্তমান সময়ে বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়সমূহ এবং একজন সৎকর্মশীলা স্ত্রীর গুণাবলী নিয়ে আলোচনা করেছেন’, তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) বর্তমান সময়ে একজন ছেলে বা মেয়ের বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা বা অন্তরায় সমূহ কি কি?

ক) বর্তমান সময়ের বিয়েগুলোতে দেখা যায় যে, মেয়ে পক্ষ অতিরিক্ত মোহর দাবি করে বসে। অথচ, জামি‘উত্‌ তিরমিযী-তে ‘উমার رضي الله عنه থেকে একটি আ-ছার বর্ণিত

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩৯নং পর্ব)

উছতায আবূ ছা`আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله ধারাবাহিক এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله ‘কনে কিভাবে দেখতে হবে এবং কনের সাথে কথা বলা যাবে কি-না’ এই বিষয়ে আলোচনা করেছেন, তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন- যখন কোনও পুরুষের মনে কোনো নারীকে বিয়ে করার ইচ্ছা হবে, তখন সে চাইলে তাকে দেখতে পারে। (ইবনে মাজাহ) অপর আরেকটি হাদিছে এসেছে, রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কেউ যখন কোনে নারীকে বিয়ের প্রস্তাব দেবে, তখন সম্ভব হলে সে যেন ওই নারীকে দেখে নেয়। ছূরা আহ্‌যাবের ৫২ নং

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩৮তম পর্ব)

আবূ ছা`আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله ধারাবাহিক এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله ‘বিয়ের প্রস্তাব দেওয়ার ও কনে দেখার ছুন্নাহ সম্মত উপায়’ নিয়ে আলোচনা করেন, তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) বিয়ের প্রস্তাব পেশ করাকে বিয়েতে প্রবেশের দরজার সাথে তুলনা করা হয়েছে। বিয়ের প্রস্তাব হঠাৎ করে দেওয়া যায় না। এর পূর্বে কিছু কাজ রয়েছে। এই কাজগুলো করলেই তবে প্রস্তাবটি ফলপ্রসূ ও অর্থবহ হবে। সেগুলো হলো-

ক) আগেই সেই ছেলে বা মেয়ে সম্পর্কে খোঁজখবর নিতে হবে।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৩৭তম পর্ব)

উছতায আবূ ছা`আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله ধারাবাহিক এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন।পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله বিয়ের বয়স নির্ধারণ’ নিয়ে আলোচনা করেন, তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) ‘ইবাদাতের সাথে সম্পর্কিত সকল কিছুই ‘ইবাদাহ হিসেবে গণ্য হয়। তেমনি বিয়ের সাথে সম্পর্কিত সকল কিছুই ‘ইবাদাহ। যেমনঃ উত্তম বর ও কনে তালাশ করা, কনে দেখা, কখন বিয়ে করবেন, কয়টা বিয়ে করবেন এসবই মূলতঃ ‘ইবাদাহ এর এর অন্তর্ভুক্ত। তাই, যে বিষয়গুলো ‘ইবাদাহ হিসেবে গণ্য হয়, সেখানে মানুষের জ্ঞান-বুদ্ধি বা যুক্তি প্রয়োগের কোন অবকাশ নেই। ‘ইবাদাতের বিষয়গুলি সম্পূর্নরূপে আল্লাহ্‌ 0 কর্তৃক সুনির্ধারিত। কেউ  

Subscribe to our mailing list

* indicates required
Close