উছতায আবূ ছা`আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله ধারাবাহিক এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন।পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله ‘বর্তমান সময়ে বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়সমূহ এবং একজন সৎকর্মশীলা স্ত্রীর গুণাবলী নিয়ে আলোচনা করেছেন’, তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নে উল্লেখ করা হলো:-
১) বর্তমান সময়ে একজন ছেলে বা মেয়ের বিয়ে হওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা বা অন্তরায় সমূহ কি কি?
ক) বর্তমান সময়ের বিয়েগুলোতে দেখা যায় যে, মেয়ে পক্ষ অতিরিক্ত মোহর দাবি করে বসে। অথচ, জামি‘উত্ তিরমিযী-তে ‘উমার رضي الله عنه থেকে একটি আ-ছার বর্ণিত…