আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (২২তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله । এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) আল্লাহ্‌র (سبحانه وتعالى) একটি সিফাত (সুমহান গুণ) ‘উলূ (সর্বোচ্চ বা সর্বোর্ধ্ব) সম্পর্কে আলোচনা।
২) ‘উলূ (সর্বোচ্চ বা সর্বোর্ধ্ব) হওয়া দুই প্রকারের:- এক হলো- গুণগতভাবে সর্বোচ্চ। দুই হলো- সত্তাগতভাবে সর্বোচ্চ। উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله অত্যন্ত স্পষ্টভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। সত্য বিচ্যুত বিভিন্ন দল যদিও গুণগতভাবে আল্লাহ্‌র (سبحانه وتعالى) সর্বোচ্চ বা সর্বোর্ধ্ব হওয়াকে অস্বীকার করে না, তবে তারা সত্তাগতভাবে আল্লাহ্‌র (عز وجل) সর্বোচ্চ বা সর্বোর্ধ্ব

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (২০তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
অদ্যকার আলোচনায় আল্লাহ্‌র (سبحانه وتعالى) “ইছতিওয়া ‘আলাল ‘আর্‌শ বা ‘আর্‌শের উপর আল্লাহ্‌র অবস্থান” সম্পর্কে চমৎকার আলোচনা করা হয়েছে এবং মু‘আত্ত্বিলা সম্প্রদায়ের ভ্রান্ত বিশ্বাস ও দাবিসমূহ প্রমাণ সহকারে খন্ডন করা হয়েছে। একই সাথে আল্লাহ্‌র (عز وجل) “ইছতিওয়া ‘আলাল ‘আর্‌শ” সম্পর্কে বিভিন্ন সংশয়ের প্রজ্ঞাপূর্ণ জাওয়াব দেয়া হয়েছে। জ্ঞানী ও প্রজ্ঞাশীলদের জন্য আলোচনাটি নিঃসন্দেহে উপভোগ্য। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله নিম্নোক্ত বিষয়ে আলোচনা করেছেন:-
১) পূর্ববর্তী ক্লাসে আলোচিত বিষয় “আল্লাহ্‌র (جل وعلا) সুমহান নাম ও গুণাবলী এবং ইছতিওয়া ‘আলাল ‘আর্‌শ বা ‘আর্‌শের উপর আল্লাহ্‌র অবস্থান” সম্পর্কে সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) ‘আর্‌শের উপর আল্লাহ্‌র অবস্থান” বিষয়ে আমাদের তিনটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আর তা হলো:-

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (১৮তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) “আল্লাহ্‌র (جل وعلا) ‘আর্‌শের উপরে অবস্থান করা” সম্পর্কে ছালাফী ‘উলামায়ে কিরাম যা বলেছেন।
৩) হিশাম ইবনু ‘আব্দিল্লাহ আর রাযী এবং জনৈক জাহমীর ঘটনা।
৪) একজন মুছলমানকে অবশ্যই এই বিশ্বাস পোষণ করতে হবে যে, আল্লাহ স্বীয় ‘আর্‌শের উপরেই কেবল নয় বরং তিনি স্বীয় সৃষ্টি থেকেও সম্পূর্ণ পৃথক।
৫) ইবনুল ‘আরাবীর ভাষ্যমতে- কুকুর, শুকরও হলো তার ইলাহ, কারণ তার বিশ্বাসমতে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তার সৃষ্টির মধ্যে বিদ্যমান। না‘ঊযুবিল্লাহি মিন যালিক।

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (১৯তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) ‘উলামায়ে কিরামের ভুলত্রুটি এবং তাদের কিতাবাদিতে প্রাপ্ত ভুলত্রুটির ব্যাপারে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) অনুসৃত নীতি কি ছিল, উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله এই বিষয়টির প্রতি আলোকপাত করেছেন।
৩) ইমাম ইবনু হাজার ‘আছক্বালানী, ইমাম নাওয়াওয়ী এবং অন্যান্য আয়িম্মায়ে কিরামের (رحمهم الله) কিতাবাদিতে যেসব ভুলত্রুটি রয়েছে, সেগুলোর বিষয়ে ‘উলামায়ে কিরামের অনুসৃত নীতি——।
৪) যারা আল্লাহ্‌র (جل وعلا) ঊর্ধ্বাকাশে বা সর্ব উপরে অবস্থানকে অস্বীকার করে, তাদের সাথে আচরণ কেমন হওয়া উচিত?
৫) যারা আল্লাহ্‌র (سبحانه وتعالى) ঊর্ধ্বাকাশে বা সর্ব উপরে অবস্থানকে অস্বীকার করে, তাদেরকে ঢালাওভাবে কাফির আখ্যায়িত করার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। শাইখ বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন।

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (১৪তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (سبحانه وتعالى) সিফাত বা গুণাবলির আলোচনা।
২) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (عز وجل) সিফাত (গুণ) “অবতরণ” সম্পর্কে আলোচনা।
৩) “আল্লাহ جل وعلا অবতরণ করেন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন:- অর্থ- রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আল্লাহ (سبحانه وتعالى) দুন্‌ইয়ার আকাশে অবতরণ করেন এবং তিনি বলতে থাকেন “আমাকে কেউ আহবানকারী আছে কি, আমি তার ডাকে সাড়া দেব——-”।
৪) যারা বলে যে, আল্লাহ্‌র (سبحانه وتعالى) অবতরণ বলতে আল্লাহ্‌র (جل وعلا) কোন নির্দেশ কিংবা তাঁর রাহ্‌মাত অথবা তাঁর কোন ফিরিশতার অবতরণকে বুঝায়, তাদের দাবি প্রত্যাখ্যান ও খন্ডন।

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (১৬তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (سبحانه وتعالى) সিফাত বা গুণাবলির আলোচনা।
২) যে মূহুর্তে ফিলিছ্‌ত্বীন, ‘ইরাক্ব, সিরিয়িা, বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র অসংখ্য বড় বড় ফিতনাহ্‌-ফাছাদের ছড়াছড়ি, এমন সঙ্কটময় মূহুর্তে মুছলমানরা কেন আল্লাহ্‌র (جل وعلا) সিফাত সম্পর্কিত জ্ঞান অর্জনে ব্যস্ত থাকবে? উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله যথাযথ ব্যাখ্যাসহ এ প্রশ্নের উত্তর প্রদান করেছেন।
৩) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (سبحانه وتعالى) সিফাত বা গুণ “‘আর্‌শে আরোহণ করা” সম্পর্কে আলোচনা।
৪) “আল্লাহ عز وجل ‘আর্‌শের উপরে অবস্থান গ্রহণ করেছেন” ক্বোরআনে কারীমের সাতটি আয়াতে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (১৫তম পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (سبحانه وتعالى) সিফাত বা গুণাবলির আলোচনা।
২) হাদীছে বর্ণিত আল্লাহ্‌র (عز وجل) সিফাত (গুণ) “হাসা” সম্পর্কে আলোচনা।
৩) “আল্লাহ جل وعلا হাসেন বা আনন্দিত হন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন:- অর্থ- আল্লাহ ঐ দুই ব্যক্তির প্রতি হাসেন যাদের একজন আরেকজনকে হত্যা করে, অতঃপর তাদের দু’জনই জান্নাতে প্রবেশ করে।
৪) ‘আব্দুল্লাহ ইবনু মাছ‘ঊদ رضي الله عنه বর্ণিত হাদীছের ব্যাখ্যা।

Subscribe to our mailing list

* indicates required
Close