এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন। আজকের পর্বে শাইখ লজ্জাশীলতা এবং এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেছেন।
১) ইছলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে আর অন্য ধর্ম অথবা অন্যান্য মতাবলম্বীরা কি অধিকার দিয়েছে?
২) যৌতুক কি, আর দেনমোহর কি?
৩) নারীর ভরণপোষণের দায়িত্ব কার?
৪) ইছলাম সমন্ধে অন্যান্য ধর্মবিশ্বাসী, ধর্মনিরপেক্ষতাবাদী এবং তথাকথিত কতেক মুছলিম বুদ্ধিজীবীদের অপপ্রচার সমন্ধে উছতায বিভিন্ন উদাহরণ দিয়েছেন। তন্মধ্যে একটি উদাহরণ হলো, যেমন- খৃষ্টানরা এরকম একটি অপপ্রচার চালিয়ে থাকে যে, ইছলাম ধর্ম মতে পুরুষরাই কেবল জান্নাতে যাবে, নারীরা নয়।…