নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (২৭নং পর্ব)

এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে রয়েছে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করা ইত্যাদি বিষয়ে ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক সঠিক দিক-নির্দেশনা।
এই পর্বে উছতায (c)বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন।
১) ইছলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে আর অন্য ধর্ম অথবা অন্যান্য মতাবলম্বীরা কি অধিকার দিয়েছে?
২) যৌতুক কি, আর দেনমোহর কি?
৩) নারীর ভরণপোষণের দায়িত্ব কার?
৪) ইছলাম সমন্ধে অন্যান্য ধর্মবিশ্বাসী, ধর্মনিরপেক্ষতাবাদী এবং তথাকথিত কতেক মুছলিম বুদ্ধিজীবীদের অপপ্রচার সমন্ধে উছতায বিভিন্ন উদাহরণ দিয়েছেন। তন্মধ্যে একটি উদাহরণ হলো, যেমন- খৃষ্টানরা এরকম একটি অপপ্রচার চালিয়ে থাকে যে, ইছলাম ধর্ম মতে পুরুষরাই কেবল জান্নাতে যাবে, নারীরা নয়।
৫) নারীদের কাজ এবং কর্মস্থল কেমন হওয়া উচিত?
৬) একমাত্র ইছলাম ধর্মই নারীদেরকে যথাযথ সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে।
৭) তথাকথিত আধুনিকতা কিংবা সভ্যতার নামে প্রকৃতপক্ষে নারীদের অপমানিত ও লাঞ্চিত করা হচ্ছে। উছতায এতদ্বিষয়ে বিভিন্ন উদহারণ তুলে ধরেছেন।

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) السلام عليكم ورحمة الله ।
যারা দাবি করে যে, ইছলাম নারীর ক্ষমতায়ন অস্বীকার করেছে (যেমন- দেশ নেত্রী হতে কিংবা অফিস, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রধান হতে নিষেধ করেছে) এ বিষয়ে প্রকৃতপক্ষে আমাদের ‘উলামায়ে কিরামের বক্তব্য কি এবং তাদের প্রতি আপনার নাসীহা কি?
খ) السلام عليكم ।
উছ্‌তায, অনেকে বলে নারীদের থেকে পুরুষরা জ্ঞানী এবং নারীদের থেকে পুরুষরা ঊর্ধ্বে। এ ব্যাপারে ইছলাম কি বলে?
গ) বিয়ের পর মেয়েদের তাদের মা-বাবার প্রতি দায়িত্ব-কর্তব্য কি? আমি এই প্রশ্ন করছি এই কারণে, কারণ মা ও বাবা অনেক কষ্ট করে একটি মেয়েকে বড় করেন।
ঘ) আমার বাসার পানিতে খুব সমস্যা। যদ্দরুণ আমার চুল পড়ে যাচ্ছে, এবং নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় আমি চুল ছোট করতে চাচ্ছি। সত্যি বলতে এত্তো বেশি সমস্যা, এটা আমার আর এখন সহ্য হচ্ছে না। চুল ছোট করার বিষয়ে ইছলামের হুক্‌ম কি?
ঙ) السلام عليكم ورحمة الله ।
জনৈক ব্যক্তি জীবিকা নির্বাহের জন্য ডিশ লাগানোর কাজ করেন। এটা কি হারাম? যদি হারাম হয়, তাহলে এই ব্যাক্তি এবং তার পরিবার কি করবে?
চ) السلام عليكم ورحمة الله ।
আল্লাহ আপনাকে জাযায়ে খাইর দান করুন। তথাকথিত বুদ্ধিজীবীরা যখন বলেন যে, “ইছলাম নারীদের জন্য সমান অধিকার নিশ্চিত করেনি”- একথা বলার কারণে তারা কি ইছলাম থেকে বেরিয়ে যান? বিষয়টি আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন।
আল্লাহ 0 আপনার মধ্যে বারাকাহ দান করুন।

Subscribe to our mailing list

* indicates required
Close