এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (c) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন।
এই পর্বে নিম্নোক্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
১) ইছলামের নারীর অধিকার কি?
২) নারীর বৈষম্যের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি।
৩) ইছলাম কি নারীদের অধিকার হরণ করেছে কিংবা নারীদের প্রতি হীনদৃষ্টি দেখিয়েছে? অথবা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে?
৪) ইছলাম কি নারীদেরকে গৃহবন্দী করে রেখেছে?
৫) নারীদের দায়িত্ব কি?
৬) নারীরা কি মাছজিদে যেতে পারবেন?
৭) নারীরা ছফর করবেন কিভাবে?
৮) মহিলা সাহাবিয়াহগণ জিহাদে অংশগ্রহণ করেছেন, এর বেশকিছু বর্ণনা ও বিবরণ উছতায পেশ করেছেন।
৯) নারীরা যুদ্ধে অংশগ্রহণ করতে হলে কি করতে হবে?
১০) ইছলামে নারীদের অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত। কিন্তু যারা নারীদের অধিকার প্রতিষ্ঠার ধুয়া তুলে কিংবা এ নিয়ে আন্দোলন করে, মূলত: এরাই নারীদের কে পণ্যের মতো ব্যবহার করে নিজেদের লাভ ও স্বার্থসিদ্ধির জন্য। উছতায হাম্মাদ বিল্লাহ c এ সম্পর্কে বেশকিছু উদহারণ তুলে ধরেছেন।
১১) নারীরা কি তাদের বাবা অথবা স্বামীর নাম নিজেদের নামের সাথে যোগ করতে পারবে?
ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) আমাদের একজন বোনের কিছু সমস্যা হচ্ছে। একজন ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। যে ছেলের সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল সেই ছেলেটি ওনাকে আমাদের লাইভ লেকচারের ইনফরমেশন দিয়েছিলেন। এই ছেলেটি ওনাকে বিয়ে না করে অন্য আরেকজনকে বিয়ে করেন।
বোন একটি চাকরী করতেন, এখন তিনি চাকরী করছেন না। আর্থিক সমস্যা থাকলেও তার কাজ করতে ইচ্ছে করছেনা। তার পরিবার তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার জন্য ভালো বিয়ের প্রস্তাব আসলেও সেগুলো সফল হচ্ছে না।
তার সাথে পরিবারের সবার মনোমালিন্য চলছে। বোনের এক ভাই তার সাথে খুব খারাপ ব্যবহার করেন। এখন বোন পড়াশোনা শুরু করেছেন কিন্তু মনোযোগ দিতে পারছেন না। কোনো কিছুতে উন্নতি হচ্ছে না। বোন এবং তার মা-বাবা মনে করেন, কেউ তাকে জাদু করেছে। এই সব কারণে বোন এখন বাড়িতে থাকেন না।
তার প্রশ্ন হলো-
এখন, আমি কি করবো? আমার যদি ভালো বিয়ে হয় তাহলে আমার স্বামী কে কি আমার পূর্ব প্রেমের সম্পর্কের কথা বলবো?
আমি আমার পরিবার সমন্ধে কি করবো?
আমি কাজে ফেরত যেতে চাই আর্থিক সমস্যার কারণে কিন্তু মন বসছেনা, আমি কি করবো?
কেউ যদি সত্যি জাদু করে থাকে, তাহলে আমি কি করবো?
খ) السلام عليكم।
উছতায! অনেকে বলেন যে, যুদ্ধে মহিলারা পুরুষ সাহাবাদের সেবা করেছেন, সুতরাং হসপিটালে নার্সিং পেশা মহৎ পেশা। যেটা সাহাবিয়াহরা 4 করেছেন সেটাই আমরা করছি। সুতরাং নার্স নারী হয়ে পুরুষের সেবা করা খারাপ নয় বরং মহৎ কাজ। তাদেরকে আমরা সুন্দর করে কি উত্তর দিতে পারি?
গ) السلام عليكم ورحمة الله।
শী‘আ রাফিযী সম্প্রদায় কেন হাদীছের বিশুদ্ধ বর্ণনাধারাকে অগ্রাহ্য করে এবং সাহাবায়ে কিরাম 4 ও তাদের অনুসৃত নীতি-পদ্ধতিকে প্রত্যাখ্যান করে? এদের ফিতনাহ থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব? রাফিযাহগণ কি মুছলমান? যদিও এই প্রশ্নগুলো আজকের আলোচনার সাথে অপ্রাসঙ্গিক, তবুও বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে এবিষয়গুলো জানা আমাদের জন্য খুবই প্রয়োজন। কেননা তারা তাদের এসব ভ্রান্ত ধারণা মুছলমানদের মধ্যে ছড়াচ্ছে এবং ছুন্নীদের (প্রকৃত অর্থে ছুন্নাহ অনুসরণকারীদের) মধ্যে সন্দেহ ও সংশয় সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘ) السلام عليكم ورحمة الله।
কেউ যদি ইছলামের মৌলিক কোনো কিছু পরিত্যাগ করে যেমন- একজন আল্লাহ্তে বিশ্বাস করেন কিন্তু রাছূলের (1) রিছালাতকে অস্বীকার করেন। এমন ব্যক্তি কি কাফির, যদিও তিনি নিজেকে মুছলিম বলে ঘোষণা দেন?
ঙ) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বিতর্ক-প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতা গুলোতে যোগদান করার হুক্ম কি?