ক্বোরআনে কারীম হলো আল্লাহ রাব্বুল ‘আলামীনের শাশ্বত চিরন্তন সুমহান বাণী। এটা কোন সৃষ্ট বস্তু নয়। শারী‘য়াতের সর্বপ্রধান ভিত্তি হলো- ক্বোরআনে কারীম। মানবজাতির জন্য এ মহাগ্রন্থখানী হলো সুমহান আলোকবর্তিকা ও পথপ্রদর্শক। এই মহাগ্রন্থের মধ্যেই নিহিত রয়েছে মানবজাতির ইহ-পরকালের সুখ-শান্তি, মুক্তি ও সফলতার সুস্পষ্ট পথনির্দেশ। প্রয়াজন শুধু একে সঠিকভাবে সঠিক অর্থে জানা এবং যথাযথভাবে অনুসরণ করা।
‘আরাবী প্রতিটি হার্ফকে (বর্ণকে) তার পূর্ণ সিফাত তথা অবস্থা ও গুণাবলী সহকারে তার সঠিক মাখরাজ (উচ্চারণস্থল) থেকে উচ্চারণ করাকে ‘তাজওয়ীদ’ বলে। তাজওয়ীদ অনুযায়ী কুরআনে কারীম তিলাওয়াত করা অবশ্য কর্তব্য।…