ইতিহাস ও জীবন বৃত্তান্ত

ইতিহাস মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। অতীতের ঘটনাবলী যদি অবিকৃত এবং সত্য সঠিক হয়, তাহলে তা বর্তমান ও ভবিষ্যত চলার পথ অনেকটা উজ্জল ও সুগম করে দেয়। আর যদি তা মিথ্যা ও বিকৃত হয় তাহলে তা মানুষকে বিভ্রান্ত, পথভ্রষ্ট ও প্রতারিত করে। জীবন বৃত্তান্তের বিষয়টিও অনুরূপ। নাবী-রাছূলগণের (m) এবং পূর্ববর্তী হিদায়াতপ্রাপ্ত ও নেক্‌কার লোকের জীবন বৃত্তান্ত মানুষকে হিদায়াত অনুসরণ এবং আল্লাহ্‌র (0) সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রবল অনুপ্রেরণা যোগায়। অপরদিকে অমুছলিম, অত্যাচারী, পাপী-নাফরমানদের জীবন বৃত্তান্ত মানুষকে আল্লাহ্‌র (0) নাফরমানী, সীমালঙ্ঘন ও পাপ কাজের প্রতি চরমভাবে উদ্বুদ্ধ করে। একারণেই সত্য-সঠিক ইতিহাস, পঠন পাঠন এবং নাবী-রাছূল m, সাহাবায়ে কিরাম (g), ছালাফে সালিহীন ও সত্যিকার ‘উলামা-মাশাইখের জীবন বৃত্তান্ত অধ্যয়ন করা খুবই প্রয়োজন।

Subscribe to our mailing list

* indicates required
Close