এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) ক্বোরআনে কারীমে বর্ণিত আল্লাহ্র (سبحانه وتعالى) সিফাত (গুণাবলী) সম্পর্কে ধারাবাহিক আলোচনা।
২) তৃতীয় যে সিফাতের কথা ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী এবং শাইখ সালিহ্ আল ‘উছাইমীন উল্লেখ করেছেন, তা হলো “আল্লাহ্র নাফ্ছ”।
৩) আল্লাহ্র একটি সিফাত হলো “নাফ্ছ”। ক্বোরআন থেকে এর প্রমাণ হলো ছূরা আল মা-ইদাহ্র ১১৬ নং আয়াত এবং ছূরা আল আন‘আমের ৫৪ নং আয়াত।
৪) নাফ্ছ হলো আল্লাহ্র (عز وجل) সত্ত্বাগত একটি গুণ বা সিফাত। হাদীছে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন:- মহিমা-পূত:পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ্র জন্যে তাঁর সৃষ্টির সমসংখ্যক এবং তাঁর নাফছের সন্তুষ্টি অনুযায়ী, তাঁর ‘আরশের ওযন পরিমাণ এবং তাঁর বাক্যাবলীর কালি সমপরিমাণ। (সাহীহ মুছলিম-২৭২৬)…