আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৬ষ্ঠ পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিও রূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আর যুগে যুগে আহলুছ্‌ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের স্বভাব বা বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্‌র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। আলোচনান্তে তিনি (উছতায হাম্মাদ বিল্লাহ c)। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-

(১) ছুন্নাহ্‌র প্রতি উৎসাহিত করা এবং বিদ‘আত থেকে সতর্ক করা।
(২) ৫ম পর্বের আলোচনার সার-সংক্ষেপ।
(৩) বিদ‘আত কি, বিদ‘আত কাকে বলে?

 

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছেন:-

(১) তাবলীগ জামা‘আতের বিশ্ব ইজতিমা‘ এবং তার সাথে আখিরী মুনাজাত, এটা কি দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার?
(২) মুহাদ্দিছীনের মতে রাছূল 1 এর গঠন আকৃতির বিবরণ এবং তাঁর সুমহান চারিত্রিক বিবরণও ছুন্নাহ্‌র অন্তর্ভুক্ত। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো।

Subscribe to our mailing list

* indicates required
Close