এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
(১) ছুন্নাহ্র প্রতি উৎসাহিত করা এবং বিদ‘আত থেকে সতর্ক করা।
(২) ৫ম পর্বের আলোচনার সার-সংক্ষেপ।
(৩) বিদ‘আত কি, বিদ‘আত কাকে বলে?…