এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) ক্বোরআনে কারীমে উল্লেখিত আল্লাহ্র (سبحانه وتعالى) ৫ম সিফাত বা গুণ “সন্তুষ্ট হওয়া” সম্পর্কে আলোচনা।
২) আল্লাহ عز وجل সন্তুষ্ট হন, এর প্রমাণ হলো- ছূরা আল মা-য়িদাহ্র ১১৯নং আয়াত।
৩) “আল্লাহ جل وعلا সন্তুষ্ট হন” হাদীছ থেকে এর প্রমাণ হলো- রাছূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন:- অর্থ- নিশ্চয় আল্লাহ ঐ বান্দাহ্র প্রতি সন্তুষ্ট হন, যে কোন কিছু আহার করার পর বা কোন কিছু পান করার পর তজ্জন্য আল্লাহ্র প্রশংসা জ্ঞাপন করে। (সাহীহ্ মুছলিম)
৪) ক্বোরআনে কারীমে উল্লেখিত আল্লাহ্র (سبحانه وتعالى) ৬ষ্ঠ সিফাত বা গুণ “ভালোবাসা” সম্পর্কে আলোচনা।…