এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছ্তায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন।
ক্বিয়ামাতের বড় বড় ‘আলামতগুলো সম্পর্কে আলোচনার ধারাবাহিকতায় এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله দা-ব্বাতুল আরদ্ব সম্পর্কে নিম্নোক্ত বিষয়াদী আলোচনা করেছেন:-
১) আভিধানিক অর্থে “দা-ব্বাতুন বা “দা-ব্বাতুল আরদ্ব” বলতে পৃথিবীপৃষ্ঠে যা কিছু চলাচল করে সেসব বস্তুকে বুঝায়। আর এখানে “দা-ব্বাতুল আরদ্ব” দ্বারা উদ্দেশ্য হল- এটি এমন একটি জন্তু, যাকে ক্বিয়ামাতের একটি বড় ‘আলামত হিসেবে আল্লাহ্ মাটির নিচ থেকে বের করবেন। এটিযে ভূপৃষ্ঠে অবস্থানরত কোনো জন্তু নয় তা ক্বোরআন ও হাদীছের বর্ণনা থেকে…