আল ইমাম মুহাম্মাদ ইবনু সালিহ্‌ আল ‘উছাইমীন কর্তৃক ব্যাখ্যাকৃত আল ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী রচিত -‘আক্বীদাহ সংকলন- গ্রন্থ (৪০নং পর্ব)

এই অডিওটি হলো আশ্‌শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন o কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী o এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছ্‌তায হাম্মাদ বিল্লাহ c। এতে ছালাফে সালিহীনের (4) আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন। বক্তব্যের এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ c বিশেষ করে দাজ্জাল সম্পর্কে নিম্নোক্ত বিষয়াদি আলোচনা করেছেন:-

১) আমাদের আলোচ্য বিষয়- আশ্‌রাত্বোছ্‌ ছা‘আহ বা ক্বিয়ামাতের ‘আলামাত। ক্বিয়ামাতের ‘আলামাতকে আমরা দুইভাগে ভাগ করতে পারি। যার একটা হলো ‘আলামাতে সুগরা আরেকটা হলো ‘আলামাতে কুবরা। ছোট ছোট ‘আলামাত এবং বড় আলামাত। আর বড় ‘আলামাতগুলোর মধ্য হতে একটা ‘আলামত হচ্ছে- দাজ্জালের আত্মপ্রকাশ। এ সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা ইতোঃপূর্বে করেছি। আজকে দাজ্জাল সম্পর্কে আর সামান্য কিছু আলোচনা দ্বারা এই প্রসঙ্গ শেষ করার আশা পোষণ করছি।
২) দাজ্জাল সম্পর্কে আরও যে বিষয়গুলো আমাদের জেনে রাখা ভালো, তার মধ্যে একটা হচ্ছে যে, দাজ্জালের আত্মপ্রকাশের কারণ কী হবে এবং কোন প্রেক্ষাপটে দাজ্জাল আত্মপ্রকাশ করবে?
৩) দ্বিতীয় বিষয় হচ্ছে যে, দাজ্জালের অনুসারী কারা হবে। আমার মনে হয়, এই বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। তারপরেও আরো কিছু আলোচনা করব, ইন-শা-আল্লাহ।
8) তৃতীয় আরেকটি বিষয় যে, দাজ্জাল কোথা থেকে বের হবে? এই বিষয়ে আমরা আলোচনা করেছি।
৫) চতুর্থ বিষয় হচ্ছে- দাজ্জাল সম্পর্কিত যে হাদীছগুলো বর্ণিত রয়েছে, সেই হাদীছগুলো সম্পর্কে কিছু শুবুহাত বা সংশয় রয়েছে, সেই সংশয়গুলো ‘উলামায়ে কিরাম কিভাবে নিরসন করেছেন?
৬) দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার উপায় কি?

 

ক্লাস শেষে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করা হয়:-
ক) ইমাম বুখারী o তামীম আদ্‌দারীর হাদীছকে তাঁর কিতাবে উল্লেখ না করার কি বিশেষ কোন কারণ রয়েছে?
খ) দাজ্জালকে কি ইতোপূর্বে সৃষ্টি করা হয়েছে? আদম —- এর পূর্বেই তাকে দুন্‌ইয়াতে পাঠানো হয়েছে কি-না? দাজ্জাল নুহ্‌ —- এর নৌকায় উঠেছিল কি-না?
গ) দাজ্জাল মানুষের চক্ষুগোচর হবে কোন জায়গায়?
ঘ) ইয়া’জূজ-মা’জূজ আর দাজ্জালের আগমন কি একই সময়ে হবে? এদের আগমনের মধ্যে কোন সম্পর্ক রয়েছে কি-না?

Subscribe to our mailing list

* indicates required
Close