যে দু’টি বিষয় আঁকড়ে থাকলে পথভ্রষ্ট না হওয়ার নিশ্চয়তা রাছূলুল্লাহ 1 দিয়ে গেছেন, তার একটি হচ্ছে- রাছূলুল্লাহ্র (1) ছুন্নাহ। রাছূলুল্লাহ 1 এর কথা-বার্তা, কাজ-কর্ম, অনুমোদন ও সম্মতি এবং তাঁর দৈহিক ও চারিত্রিক গুণাবলীর বিবরণ, এসবের সমষ্টিগত নাম হলো- ছুন্নাহ। ছুন্নাহ্র সম্পূর্ণ বিপরীত বিষয় হলো বিদ‘আহ। বিভ্রান্তি ও ভ্রষ্টতা থেকে বাঁচতে হলে অবশ্যই ছুন্নাহ সম্পর্কে সঠিকভাবে জানতে হবে এবং ছুন্নাহ্কে আঁকড়ে ধরতে হবে।
হাদীছ শব্দের শাব্দিক অর্থ হলো- নতুন। এর বহুবচন হলো- আহাদীছ।
পারিভাষিক অর্থে রাছূলুল্লাহ صلى الله عليه وسلم থেকে যা কিছু কথা, কাজ ও বিভিন্ন কথা-কাজের প্রতি তাঁর সমর্থন এবং তাঁর দৈহিক ও চারিত্রিক গুণাবলী সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে তাকে হাদীছ বলে।…