এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আল ফাওযান (حفظه الله) কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী (رحمه الله) এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ”এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা`আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله)। অদ্যকার আলোচনায় উছতায- হাউযে কাউছারের প্রতি বিশ্বাস স্থাপন ও এর বৈশিষ্ট্য সম্পর্কে মূল্যবান আলোচনা করেছেন। এছাড়াও তাতে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) ইমাম বারবাহারী رحمه الله বলেছেন, দ্বীনের অন্যতম বিষয় হল, হাউযে কাউছারের প্রতি বিশ্বাস স্থাপন। এবং প্রত্যেক নাবীরই আলাদা হাউয থাকবে। সালিহ عليه السلام এর ক্ষেত্রে তার উটনীর ওলানই হবে তার হাউয।
এর ব্যাখ্যায় শাইখ ফাউযান حفظه الله বলেন, ক্বিয়ামাতের দিন মানুষের প্রচণ্ড পিপাসা পাবে। তারা তাদের নিজ নিজ নাবীর হাউযে অবতরণ করবে। হাউযের বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপ:-…