ইছলামী আদর্শ ও চরিত্র

ক্বোরআন ও ছুন্নাহ্‌র নির্দেশ অনুযায়ী মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে (0) এবং জগতের প্রতিটি সৃষ্ট বস্তুকে তার স্ব স্ব হাক্ব বা অধিকার যথাযথভাবে প্রদান করা-ই হলো ইছলামী আদর্শ ও সচ্চরিত্রের মূল কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রকৃত ইছলামী আদর্শ ও নীতি-নৈতিকতা থেকে অধিকাংশ মুছলমানই আজ দূরে বহু দূরে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রেই চারিত্রিক ও নৈতিক স্খলন-অধঃপতন আজ চরম পর্যায়ে। দুনইয়াতে যাবতীয় ফিতনা-ফাছাদ ও বিশৃঙ্খলার অন্যতম কারণ হলো চরিত্রহীনতা ও আদর্শহীনতা, অর্থাৎ যার যেটুকু অধিকার বা প্রাপ্য তাকে সেটা না দেয়া। পরকালেও চরম বিপর্যয়ের কারণ হবে তা-ই। এজন্য নিজের উপর কার কি অধিকার রয়েছে এবং অন্যের কাছে নিজের প্রাপ্য বা অধিকার কী, সে বিষয়ে সঠিকভাবে জানতে হবে এবং প্রত্যেককে তার হাক্ব যথাযথভাবে আদায় করতে হবে, তাহলেই আল্লাহ চাহেতো মানুষের ইহ-পরকাল নিরাপদ, সুখী ও শান্তিময় হবে।

সব গুলো অডিও শুনতে এখানে ক্লিক করুন

মুছলমানের চারিত্রিক গুণাবলী

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি বক্তৃতা। এতে তিনি চারিত্রিক ও নৈতিক আচার-আচরণের বিভিন্ন স্তর ও প্রকার সম্পর্কে আলোচনা করেছেন। উত্তম আচার-আচরণের সর্বোচ্চ পর্যায় হলো আল্লাহ্‌র সাথে উত্তম আচরণ। সেখান থেকে শুরু হয়ে পরবর্তীতে তা বিভিন্ন শেণী ও প্রকারে বিভক্ত হয়েছে। এসব শ্রেণী ও প্রকারের মধ্যে একটি হলো সাধারণ মানুষের সাথে সদাচরণ। ইছলাম প্রথমেই মানুষকে আল্লাহ্‌র (سبحانه وتعالى) সাথে সদাচরণের আহবান জানায়। এছাড়া, যেসকল চারিত্রিক গুণাবলীতে প্রত্যেক মুছলমানের গুণান্বিত হওয়া উচিত, শাইখ তাঁর এই বক্তৃতায় সেসব চারিত্রিক গুণাবলী ও আচার-আচরণ সম্পর্কে আমাদেরকে স্ববিস্তার অবহিত করেছেন।

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৭ম পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ধারাবাহিক আলোচনার এই পর্বে প্রকৃত ‘উলামা করা, ‘উলামাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, আমাদের নিকট তাদের অধিকার বা প্রাপ্য এবং তাদের নিকট আমাদের অধিকার বা প্রাপ্য কী, কাদের

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৬ষ্ঠ পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ইল্‌ম বিষয়ে ধারাবাহিক আলোচনার এই পর্বে শাইখ ‘জ্ঞান অর্জনের আদাব, ত্বালিবুল ‘ইল্‌ম বা জ্ঞান অন্বেষণকারীর স্বভাব-বৈশিষ্ট্য, এবং যেসব বিষয়ে ত্বালিবুল ‘ইল্‌মগণের সতর্ক থাকা আবশ্যক সেসব বিষয

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৫ম পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ধারাবাহিক আলোচনার এই পর্বে শাইখ ‘ইল্‌ম ও দা‘ওয়াতের আদাব (নিয়ম-নীতি) সম্পর্কে আলোচনা করেছেন।

Subscribe to our mailing list

* indicates required
Close