এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি বক্তৃতা। এতে তিনি চারিত্রিক ও নৈতিক আচার-আচরণের বিভিন্ন স্তর ও প্রকার সম্পর্কে আলোচনা করেছেন। উত্তম আচার-আচরণের সর্বোচ্চ পর্যায় হলো আল্লাহ্র সাথে উত্তম আচরণ। সেখান থেকে শুরু হয়ে পরবর্তীতে তা বিভিন্ন শেণী ও প্রকারে বিভক্ত হয়েছে। এসব শ্রেণী ও প্রকারের মধ্যে একটি হলো সাধারণ মানুষের সাথে সদাচরণ। ইছলাম প্রথমেই মানুষকে আল্লাহ্র (سبحانه وتعالى) সাথে সদাচরণের আহবান জানায়। এছাড়া, যেসকল চারিত্রিক গুণাবলীতে প্রত্যেক মুছলমানের গুণান্বিত হওয়া উচিত, শাইখ তাঁর এই বক্তৃতায় সেসব চারিত্রিক গুণাবলী ও আচার-আচরণ সম্পর্কে আমাদেরকে স্ববিস্তার অবহিত করেছেন।…