‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৭ম পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ c প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (4) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ‘ইল্‌ম কী, ‘ইল্‌ম কাকে বলে, ‘ইল্‌ম কত প্রকার এবং ‘ইল্‌মের স্তর কয়টি ও কি কি।
২) ইল্‌ম অর্জনের নিয়ম-নীতি, শর্তাবলী, ‘ইল্‌মের তাৎপর্য ও ফাযীলাত কী।
৩) সত্যিকার ‘উলামা কারা? জ্ঞানের প্রকৃত উৎস কি? কোথায় বা কাদের নিকট জ্ঞান অন্বেষণ করতে হবে?
ধারাবাহিক আলোচনার এই পর্বে প্রকৃত ‘উলামা করা, ‘উলামাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, আমাদের নিকট তাদের অধিকার বা প্রাপ্য এবং তাদের নিকট আমাদের অধিকার বা প্রাপ্য কী, কাদের থেকে জ্ঞান নেয়া যাবে এবং কাদের থেকে জ্ঞান নেয়া যাবে না, এসব বিষয়ে আলোচনা করেছেন।

Subscribe to our mailing list

* indicates required
Close