সাধারণ অর্থে শির্ক তিন প্রকার:-
(ক) আল্লাহ্র (0) রুবূবিয়্যাহ্তে (প্রতিপালকত্বে / পালনকর্তৃত্বে) কাউকে বা কোন কিছুকে শরীক তথা অংশীদার নির্ধারণ করা।
(খ) আল্লাহ্র উলুহিয়্যাহ্তে (‘ইবাদাতে) কাউকে বা কোন কিছুকে অংশীদার নির্ধারণ করা।
(গ) আল্লাহ্র (0) সর্বসুন্দর নামসমূহ বা তাঁর মহান গুণাবলী কিংবা বিশেষ বৈশিষ্ট্যে কাউকে বা কোন কিছুকে অংশীদার সাব্যস্ত করা।