সমাজ সংস্কারে তাক্বওয়ার ভূমিকা

এটি তাক্বওয়া বিষয়ে শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভাষণ। এতে তিনি তাক্বওয়া এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন। তাক্বওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ভীতি এবং বিরত থাকা। তবে শারী‘য়াতের পরিভাষায় তাক্বওয়ার এক বিশেষ অর্থ রয়েছে, আর তা হলো- অন্তরের এমন এক উচ্চ অবস্থা যা মানুষকে এই মর্মে সচেতন করে রাখে যে, আল্লাহ عز وجل জানেন এবং সদা-সর্বদা সবকিছু দেখছেন। তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য সকল বিষয়েই পুরোপুরি অবগত এবং সবকিছুই তিনি প্রত্যক্ষ করছেন। আর এই বোধ ও উপলব্ধি সবসময় ভালো কাজ করতে এবং মন্দ ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে ব্যক্তিকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। তাক্বওয়ার প্রভাব যেমন ব্যক্তির উপর হয় তেমনি সমাজের উপরও হয়ে থাকে।

ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা বিষয়ক প্রশ্নোত্তর (২য় পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান حفظه الله কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। আলোচনান্তে নিম্নে উল্লেখিত কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে-
১) বর্তমান সময়ে যেসব দল বা যারা ছালাফে সালিহীনের অনুসৃত মানহাজের বিরোধিতা করে, তাদের বৈশিষ্ট্য কি? আমরা তাদের কিভাবে চিনব?
২) সত্যের উপর অটল ও অবিচল থাকার জন্য আমাদের প্রতি আপনার নির্দেশনা কি? ফিতনার সময়ে ছালাফে সালিহীন কিভাবে সত্যের উপর ধৈর্যধারণ করেছিলেন, তার কোন উদাহরণ কি আমাদের সামনে পেশ করবেন?
৩) এক ভাই প্রায়ই একটি কথা মূলনীতি হিসেবে উল্লেখ করে থাকেন যে, “যদি তোমার দা‘ওয়াহ সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে দুঃখ-কষ্ট মুক্বাবিলা করতে হবে।

ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা বিষয়ক প্রশ্নোত্তর (১ম পর্ব)

“ছালাফে সালিহীনের মানহাজ এবং উম্মাতের জন্য এর প্রয়োজনীয়তা” শীর্ষক আশ্‌ শাইখ সালিহ্‌ আল ফাওযান حفظه الله কর্তৃক প্রদত্ত বক্তৃতার ভাষান্তর হলো এই অডিও। ভাষান্তর করেছেনে আশ্‌ শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله। আলোচনান্তে নিম্নে উল্লেখিত কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে-

১) আপনি যেমন উল্লেখ করলেন- হাদীছে বলা হয়েছে যে, এই উম্মাতের ৭৩টি দলের মধ্যে একটিমাত্র দলই হবে বিজয়ী, তাহলে অবশিষ্ট ৭২টি দল কি মুছলমানদের মধ্য হতে হবে, না তারা সকলেই হবে অমুছলিম?

Subscribe to our mailing list

* indicates required
Close