মুছলমানের চারিত্রিক গুণাবলী

এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি বক্তৃতা। এতে তিনি চারিত্রিক ও নৈতিক আচার-আচরণের বিভিন্ন স্তর ও প্রকার সম্পর্কে আলোচনা করেছেন। উত্তম আচার-আচরণের সর্বোচ্চ পর্যায় হলো আল্লাহ্‌র সাথে উত্তম আচরণ। সেখান থেকে শুরু হয়ে পরবর্তীতে তা বিভিন্ন শেণী ও প্রকারে বিভক্ত হয়েছে। এসব শ্রেণী ও প্রকারের মধ্যে একটি হলো সাধারণ মানুষের সাথে সদাচরণ। ইছলাম প্রথমেই মানুষকে আল্লাহ্‌র (سبحانه وتعالى) সাথে সদাচরণের আহবান জানায়। এছাড়া, যেসকল চারিত্রিক গুণাবলীতে প্রত্যেক মুছলমানের গুণান্বিত হওয়া উচিত, শাইখ তাঁর এই বক্তৃতায় সেসব চারিত্রিক গুণাবলী ও আচার-আচরণ সম্পর্কে আমাদেরকে স্ববিস্তার অবহিত করেছেন।

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৭ম পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ধারাবাহিক আলোচনার এই পর্বে প্রকৃত ‘উলামা করা, ‘উলামাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, আমাদের নিকট তাদের অধিকার বা প্রাপ্য এবং তাদের নিকট আমাদের অধিকার বা প্রাপ্য কী, কাদের

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৬ষ্ঠ পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ইল্‌ম বিষয়ে ধারাবাহিক আলোচনার এই পর্বে শাইখ ‘জ্ঞান অর্জনের আদাব, ত্বালিবুল ‘ইল্‌ম বা জ্ঞান অন্বেষণকারীর স্বভাব-বৈশিষ্ট্য, এবং যেসব বিষয়ে ত্বালিবুল ‘ইল্‌মগণের সতর্ক থাকা আবশ্যক সেসব বিষয

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৫ম পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ধারাবাহিক আলোচনার এই পর্বে শাইখ ‘ইল্‌ম ও দা‘ওয়াতের আদাব (নিয়ম-নীতি) সম্পর্কে আলোচনা করেছেন।

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৪র্থ পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ধারাবাহিক আলোচনার এই পর্বে ‘ইল্‌মে দ্বীন অর্জনের সময় একজন ছাত্রের কতটুকু মনোযোগী হওয়া উচিত, তার ‘আক্বীদাহ-বিশ্বাস, কাজ-কর্ম, ‘আমাল, আখলাক্ব (স্বভাব-চরিত্র), বৈশিষ্ট্য, আচার-আচরণ, লেন-

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (৩য় পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ইল্‌ম বিষয়ে ধারাবাহিক আলোচনার এই পর্বে শাইখ ‘ইল্‌মের ফাযীলাত, ত্বালিবুল ‘ইল্‌ম বা জ্ঞান অন্বেষণকারীর করণীয়, প্রকৃত ত্বালিবুল ‘ইল্‌মের পরিচয় ও বৈশিষ্ট্য, ‘ইল্‌ম অর্জনের নিয়ম-নীতি ও শর্তাবলী, ইল্‌মের তাৎপর্য ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।

 

আলোচনান্তে নিম্নোক্ত প্রশ্নগুলোরও উত্তর প্রদান করেছেন:-
ক) দ্বীনী নির্ভরযোগ্য মূল্যবান পুস্তক-পুস্তিকাগুলো কি আমাদের শুধুমাত্র পড়া উচিত, নাকি এগুলো মুখস্থ করা উচিত?
খ) দ্বীনী জ্ঞান অর্জনের পথে আমরা অনেকটা প্রারম্ভিক স্তরে রয়েছি।

‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ক ধারাবাহিক বক্তব্য (২য় পর্ব)

ধারাবাহিক এই অডিও বক্তব্যগুলো শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত ‘ইল্‌ম বা জ্ঞান বিষয়ে অত্যন্ত মূল্যবান ও অসাধারণ ক’টি বক্তব্য। এতে তিনি ইমাম ছুফইয়ান ছাওরী, ইমাম শাফি‘য়ী, ইমাম যুহরী, ইমাম ফুযাইল ইবনু ‘ইয়ায, ইমাম ইবনু ‘আব্দিল বার্‌, ইমাম সালিহ্‌ আল ‘উছাইমীন (رضي الله عنهم) প্রমুখ হাক্বানী ‘উলামায়ে কিরামের বিভিন্ন গ্রন্থ থেকে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন। ধারাবাহিক এসব বক্তব্যে তিনি বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করেছেন:-
১) ‘ইল্‌ম বিষয়ে ধারাবাহিক আলোচনার এই পর্বে শাইখ ‘ইল্‌মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন।

Subscribe to our mailing list

* indicates required
Close