এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি বক্তৃতা। এতে তিনি নাবীগণের (عليهم السلام) দা‘ওয়াত এবং তাওহীদের গুরুত্ব বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে, তাওহীদ হলো বান্দাহ্র উপর আল্লাহ্র (جل وعلا) অধিকার বা প্রাপ্য-হাক্ব। তাই সর্বাগ্রে তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেননা, তাওহীদকে সঠিকভাবে জানা, বুঝা এবং পালন বা বাস্তবায়ন ছাড়া কেউ মুছলমান হতে পারে না। তাছাড়া যথাযথভাবে তাওহীদ প্রতিষ্ঠা ব্যতীত কোন প্রকার ‘ইবাদাত কিংবা নেককাজ আল্লাহ্র কাছে গৃহীত হয় না। সর্বোপরি শির্ক সম্পর্কে জানতে হলে, শির্ক থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে।…