এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) হাদীছে বর্ণিত আল্লাহ্র (عز وجل) সিফাত বা গুণাবলির আলোচনা।
২) আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘আক্বীদাহ সম্পর্কে জানা ও বুঝা সবার জন্য অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ। কারণ পথভ্রষ্টকারীরা বিশেষ করে আল্লাহ্র (سبحانه وتعالى) সুমহান গুণাবলী সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে।
৩) আল্লাহ্র (عز وجل) সিফাত (গুণ) “‘আরশে উপর অবস্থান” সম্পর্কে আলোচনা।
৪) আল্লাহ ‘আরশের উপরে, আল্লাহ উপরে এবং আল্লাহ আকাশের উপরে, এ তিনটি বিষয় প্রায় একই।
৫) যমীন ও আছমান সৃষ্টির পূর্বে আল্লাহর (سبحانه وتعالى) অবস্থান কোথায় ছিল? আমাদের একথা জানা উচিত যে, যমীন ও আছমান সৃষ্টির পূর্বেই মহান ‘আর্শ বিদ্যমান ছিল।…