এটি মুহ্তারাম আশ্ শাইখ সালিহ্ আল ফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এ পর্বে শাইখ নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) ‘উমার ইবনুল খাত্ত্বাব رضي الله عنها বলেছেন:-এটা কারো জন্যে ‘উয্র নয় যে, সে সঠিক পথের উপর আছে মনে করে ভ্রান্থ পথ অবলম্বন করবে। তদ্রুপ এটাও কারো জন্যে ‘উযর বলে গণ্য হবে না যে, সে সঠিক পথকে ভ্রান্থ পথ মনে করে সেটাকে বর্জন করবে। কেননা দ্বীনের সকল বিষয় সুস্পষ্ট হয়ে গেছে, প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ‘উযর পেশ করার পথ রুদ্ধ হয়ে গেছে। (ইবনু বাত্ত্বাহ “ইবানাতুল কুবরা” গ্রন্থে {আছার নং ১৬০} আওযা‘য়ীর সূত্রে বর্ণনা করেছেন যে, ‘উমার ইবনুল খাত্ত্বাব رضي الله عنها বলেছেন মর্মে উক্ত কথাটি তাঁর কাছে পৌঁছেছে। যাই হোক, উক্ত বর্ণনাটির বর্ণনাধারা বিচ্ছিন্ন )
২) প্রকৃত আহলুল ‘ইলমের নিকট হতে জ্ঞান অর্জন করা এবং সত্য অনুসন্ধান করা আবশ্যক।…