এটি উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ (حفظه الله) প্রদত্ত একটি ধারাবাহিক অডিও বক্তব্য। এতে তিনি আমাদের সমাজে নারীরা পারিবারিক, সামাজিক, বৈবাহিক ইত্যাদি নানামুখী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেসবের কারণ নির্ণয়সহ ক্বোরআন ও ছুন্নাহ ভিত্তিক এর সঠিক সমাধান নিয়ে আলোচনা করেছেন। এছাড়া তাতে সন্তানদের সঠিক লালন-পালন, সুখী সংসার গড়ার উপায় ও পদ্ধতি এবং নারীদের বাইরে কাজ করার বিষয়ে সুষ্পষ্ট দিক-নির্দেশনা সম্বলিত চমৎকার আলোচনা করেছেন। আজকের পর্বে শাইখ লজ্জাশীলতা এবং এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেছেন।
১) বিভিন্ন পরিস্থিতিতে একজন মুছলমানের পোশাক-পরিচ্ছদ কেমন হবে- এ সংক্রান্ত আলোচনা দিয়েই উছতায আজকের ক্লাস শুরু করেছেন।
২) উছতায পূর্ববর্তী ক্লাসের সারসংক্ষেপের প্রতি আলোকপাত করেছেন।
৩) একজন মুছলমানের পোশাক তিন ভাগে বিভক্ত-
ক) শুধু গোপনাঙ্গ আবৃত করার পোশাক।
খ) সাজসজ্জা বা সুন্দর্য অবলম্বনের পোষাক।…