এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বক্তব্যে আলোচিত মুল বিষয়গুলো:
১) আল্লাহ্র হাত বিষয়ে আলোচনা।
২) যে মূহুর্তে বাংলাদেশ সহ সারা বিশ্ব পার্থিব অসংখ্য মারাত্মক সমস্যার সম্মুখীন, সেই সংকটময় মূহুর্তে আমরা কেন আল্লাহ্র গুণাবলী বিষয়ক আলোচনায় লিপ্ত? শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله এর নিগূঢ় তাৎপর্য আলোচনা করেছেন। তিনি বলেছেন যে, আল্লাহ্কে (عز وجل) সঠিকভাবে না জানা ও না চেনা-ই হচ্ছে এসব সমস্যার মূল কারণ।
৩) সংকট থেকে উত্তরণের উপায় কি?
৪) “আল্লাহ্র (جل وعلا) হাত আছে” এ বিষয়টি ক্বোরআন, ছুন্নাহ এবং ছালাফে সালিহীনের ইজমা‘ দ্বারা প্রমাণিত।…