এটি মুহ্তারাম আশ্ শাইখ সালিহ্ আল ফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। উছতায হাম্মাদ حفظه الله নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) শারহুছ্ ছুন্নাহ্র ৮নং পয়েন্ট সম্পর্কে শাইখ সালিহ্ আল ফাওযান حفظه الله প্রদত্ত ব্যাখ্যার উপর আরো কিছু আলোচনা।
৩) ইমাম বারবাহারী رحمه الله রচিত গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ্”-র ৮নং পয়েন্টে উল্লেখিত বিষয়বস্তু হলো:- আল্লাহ سبحانه وتعالى আপনাকে রাহ্ম করুন! দ্বীনী বিষয়ে আপনার সমসাময়িক কারো থেকে কোন কথা শুনলে সেটাকে গ্রহণ বা বর্জন করার ক্ষেত্রে কিংবা কারো আহবানে সাড়া দেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, বরং প্রথমে বিষয়টি যাচাই-বাছাই করে নিন, প্রকৃত আহলে ‘ইল্মদের জিজ্ঞেস করে নিন।…