এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এ পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله “কালাম” বিষয়ে আলোচনা করেছেন। দ্বীনী বিষয়ে কালাম অর্থাৎ বাক-বিতন্ডা, যুক্তি-পাল্টা যুক্তি এসব হলো দ্বীনের মধ্যে নব-আবিষ্কৃত বিষয়। একজন লোক যদিও ছুন্নাহ ও সত্যান্বেষু হয়ে থাকে তথাপি দ্বীনী বিষয়ে এরূপ কালাম বা কথা-বার্তা অন্তরে সন্দেহের সৃষ্টি করে। এই পর্বে নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে:-
১) উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله আল্লাহ্র (سبحانه وتعالى) আছমা ওয়াস্ সিফাত বিষয়ে আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আহ-র ‘আক্বীদাহ-বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছেন।
২) যারা আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আহ-র বিরোধিতা করে তাদের সম্পর্কে শায়খুল ইছলাম رحمه الله এর বক্তব্য।
উছতায, আল্লাহ্র (سبحانه وتعالى) আছমা ও সিফাত বিষয়ে পথভ্রষ্ট দলসমূহের মধ্য থেকে…