এটি মুহ্তারাম আশ্ শাইখ সালিহ্ আল ফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। শাইখ হাম্মাদ حفظه الله নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) ইমাম বারবাহারী (رحمه الله) বলেছেন:- জেনে রেখো! যখনই কেউ কোনরুপ বিদ‘আত অনুশীলন করবে, তখন অনুরূপ ছুন্নাত তার থেকে ছুটে যাবে। সুতরাং দ্বীনের মধ্যে নব আবিস্কৃত বিষয়াদী থেকে সতর্ক ও সাবধান থেকো কেননা প্রতিটি নবআবিস্কৃত বিষয়ই হচ্ছে বিদ‘আত, আর প্রতিটি বিদ‘আতই হলো ভ্রষ্টতা আর প্রতিটি ভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম।
২) ছুন্নাহ হলো ক্বোরআনে কারীমের ব্যাখ্যা ও শারী‘য়াতের সুস্পষ্ট বিবরণ।…