এটি মুহ্তারাম আশ্ শাইখ সালিহ্ আল ফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এ পর্বে শাইখ নিম্নোক্ত বিষয়াদী সম্পর্কে আলোচনা করেছেন:-
১) প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। কেননা তার পরিণতি খুবই ভয়াবহ।
২) অনেক সময় দেখা যায় যে, যারা ছুন্নাহ অনুসরণের দাবি করে, তারাও স্বীয় প্রবৃত্তি বা কুমনোবৃত্তির বশবর্তী হয়ে পড়ে এবং এতে করে সাহীহ্ দা‘ওয়াতকে তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ করে।
৩) ছালাফে সালিহীন যেভাবে বুঝেছেন সেভাবে ক্বোরআন-ছুন্নাহ্ অনুসরণ করা আবশ্যক।…