এই আলোচনাটি মূলত ইমাম ইবনুল ক্বায়্যিম আল জাওযিয়্যাহ رحمه الله এর প্রখ্যাত গ্রন্থ “আল ফাওয়ায়িদ” থেকে করা হয়েছে। ‘আরাবী থেকে বাংলায় ভাষান্তরিত আলোচনাটি করেছেন শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله। ক্বিয়ামাত দিবস তথা পুনরুত্থান দিবস সম্পর্কে অত্যন্ত জ্ঞানগর্ব এ বক্তৃতায় মৃত্যূর পর পুনরুত্থান বা পুনর্জীবিত হওয়ার দালীল-প্রমাণগুলো পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। যারা মৃত্যূর পর পুনরুত্থান বা পুনর্জীবিত হওয়ার বিষয়টিকে অস্বীকার করেন, এই বক্তৃতাটি তাদের সন্দেহ ও সংশয় নিরসনে আল্লাহ চাহেতো ভূমিকা রাখবে।…