এই অডিওটি হলো আশ্শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله কর্তৃক ব্যাখ্যাকৃত ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এর সুপ্রসিদ্ধ গ্রন্থ “লুম‘আতুল ই‘তিক্বাদ” এর ধারাবাহিক অডিও ভাষান্তর। বাংলা ভাষায় অডিওরূপে এটি ভাষান্তর করেছেন উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله। এতে ছালাফে সালিহীনের (رضي الله عنهم) ‘আক্বীদাহ-বিশ্বাসের বিবরণ তুলে ধরা হয়েছে। আহলুছ্ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ‘উলামায়ে কিরামের চিরাচরিত স্বভাব–বৈশিষ্ট্যও হলো যে, তারা তাদের লিখনীর মাধ্যমে সর্বাগ্রে বিশুদ্ধ ইছলামী ‘আক্বীদাহ্র সংরক্ষণ এবং তা প্রচার ও প্রসার করে থাকেন:-
১) অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা কার্য সম্পাদন, এই তিনটি বিষয়ের সমষ্টি হলো ঈমান। আল্লাহ্র (سبحانه وتعالى) আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং তাঁর অবাধ্যতার ফলে ঈমান হ্রাস পায়।
২) ইমাম ইবনু ক্বোদামাহ আল মাক্বদিছী رحمه الله এবং শাইখ সালিহ্ আল ‘উছাইমীন رحمه الله ক্বোরআন-হাদীছ থেকে এতদ্বিষয়ে যে সব দালীল উল্লেখ করেছেন, উছতায সেই দালীলগুলো ব্যাখ্যা করেছেন।
৩) কথা ও কাজ ঈমানের অপরিহার্য অংশ।…