এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল حفظه الله প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। বক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২)
بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ
(অর্থ- ইছলাম অপরিচিতের ন্যায় আত্মপ্রকাশ করেছে এবং অচিরেই সেই অবস্থায় ফিরে যাবে—–) হাদীছটির ব্যাখ্যা।
তবে ইছলাম সবসময় পৃথিবীর সর্বত্র এই অবস্থায় থাকবে না। উছতায বিষয়টির বিশদ ব্যাখ্যা দিয়েছেন।
৩) মুছলমানরা যখন প্রকৃত ইছলাম থেকে দূরে সরে যাবে তখনই ইছলাম সমাজে অজানা-অপরিচিতের ন্যায় হয়ে পড়বে। এখানে উছতায ক্বোরআনে কারীমের ছূরা আল মা-ইদাহ্র ৫৪নং আয়াত অবলম্বনে “ইরতিদাদ” এবং “মুরতাদ্দ” শব্দদ্বয় সম্পর্কে আলোচনা করেছেন…