নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৫ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) অন্তরে উদিত বিষয়াদী সম্পর্কে উছতায ধারাবাহিক আলোচনা করেছেন।
২) অন্তর বিষয়ে ধারাবাহিক আলোচনা। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তরকে প্রহরা দেয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
৩) যে তিনটি পথে শাইত্বান মানুষের মধ্যে অনুপ্রবেশ করে সেগুলো নাফ্‌ছ্‌ বা মনের সাথেই সম্পৃক্ত। আর এই তিনটি মাধ্যম হলো- অবহেলা বা উদাসীনতা, প্রবৃত্তির অনুসরণ এবং ক্রোধ।
৪) শাইত্বানকে দমন করার জন্য যিক্‌রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (১০ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মিথ্যা বলতে কি বুঝায়? মিথ্যা বলার স্বভাব পুরুষ-মহিলা উভয়ের মধ্যেই দেখা যায়। মিথ্যা বলা মুনাফিক্বের স্বভাব-বৈশিষ্ট্য। মিথ্যাচার এবং মিথ্যাচারী সম্পর্কে ক্বোরআনে কারীমে আল্লাহ سبحانه وتعالى ইরশাদ করেছেন:-

إِنَّمَا يَفْتَرِى الْكَذِبَ الَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِآيَـتِ اللَّهِ وَأُوْلـئِكَ هُمُ الْكَـذِبُونَ. (سورة النحل- ١٠٥)

অর্থাৎ- নিশ্চয় মিথ্যারোপ করে তারা, যারা আল্লাহ্‌র আয়াত সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আর তারা হলো প্রচন্ড মিথ্যাবাদী। (ছূরা আন্‌ নাহ্‌ল- ১০৫)

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৯ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) গীবত থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে উছতায আলোচনা করেছেন।
২) জারহ্‌ ও তা‘দীল বিষয়ে আলোচনা।
৩) কখন আমরা একজন মুছলমান সম্পর্কে কথা বলতে পারব? এক্ষেত্রে শর্তগুলো কি?

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৮ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মুখের দ্বারা তথা কথার দ্বারা একজন লোক তার ইহ ও পরকালকে বিনষ্ট করে ফেলতে পারে। আমাদের পরিবার ও সমাজে যে সমস্যাগুলো দেখা দেয়, এর বেশিরভাগই মূলতঃ মুখের বা কথার দ্বারা সৃষ্ট। উছতায উদাহরণসহ বিষয়টি আলোচনা করেছেন।
২) উছতায পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখতে হলে অবশ্যই মুখকে হিফাযাত ও নিয়ন্ত্রণ করতে হবে।
৩) মু‘আয ইবনু জাবাল رضي الله عنه বর্ণিত নিম্নোক্ত হাদীছ সম্পর্কে আলোচনা-

يَا رَسُلَ اللهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي عَنِ النَّارِ، قَالَ: لَقَدْ سَأَلْتَ عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللهُ تَعَالَى عَلَيْهِ: تَعْبُدُ اللهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ الْبَيْتَ. ثُمَّ قَالَ: أَلاَ أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيرِ: الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِىءُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِىءُ الْمَاءُ النَّارَ، وَصَلاَةُ الرَّجُلِ فِي جَوْفِ اللَّيْلِ، ثُمَّ تَلاَ

নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং তা থেকে উত্তোরণের ক্বোরআন-ছুন্নাহ ভিত্তিক পথ ও পদ্ধতি (৭ম পর্ব)

উছতায আবূ ছা‘আদাহ হাম্মাদ বিল্লাহ حفظه الله এই অডিও বক্তব্যে নারীদের সম-সাময়িক বিভিন্ন সমস্যা এবং এসকল সমস্যা থেকে উত্তোরণের পথ ও পদ্ধতি বিষয়ে ক্বোরআন-ছুন্নাহ্‌র আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। পারিবারিক এবং বৈবাহিক জীবনে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সন্তানদের লালন-পালন করা, সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলা, ঘরের বাইরে কাজ-কর্ম করা ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হলো:-
১) মুখকে প্রহরা দেয়ার গুরুত্ব। মুখের অনিষ্ট এবং একে প্রহরা দেয়ার উপকারিতা ও উত্তম ফলাফল সম্পর্কে উছতায আলোচনা করেছেন। তিনি এতদ্বিষয়ে বিভিন্ন হাদীছ থেকে প্রমাণ উপস্থাপন করেছেন।
২) উছতায মন্দ কথা ও উত্তম কথার সংজ্ঞা উদাহরণসহ পেশ করেছেন।
৩) মুখের দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম সংঘঠিত হয়ে থাকে। তন্মধ্যে হলো যেমন- গীবত (পরনিন্দা), নামীমাহ (চোগলখোরী), মিথ্যা বলা, কারো গোপেন দোষ-ত্রুটি প্রকাশ করা, কারণ ছাড়া কোন মুছলমানকে গালি দেয়া, উচ্চস্বরে কথা বলা, অযথা-অনর্থক কথা-বার্তা বলা, কুটনামী করা

Subscribe to our mailing list

* indicates required
Close