এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। এই পর্বে উছতায হাম্মাদ বিল্লাহ حفظه الله শারহুছ্ ছুন্নাহ কিতাব থেকে দু’টি পয়েন্ট আলোচনা করেছেন। প্রথমটি হলো- ইমাম বারবাহারী رحمه الله বলেছেন:- “এবং জেনে রাখুন! আল্লাহ سبحانه وتعالى আপনাকে রাহ্ম করুন। ব্যক্তির ইছলাম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, যতক্ষণ না সে প্রকৃত অর্থে ক্বোরআন ও ছুন্নাহ্র অনুসরণ, এগুলোকে মনে-প্রাণে সত্য বলে গ্রহণ এবং ক্বোরআন ও ছুন্নাহ্র কাছে আত্মসমর্পণ করবে। তাই যে ব্যক্তি এরূপ দাবি করবে যে, ইছলামের এমন কিছু এখনো বাকি রয়ে গেছে যার পরিপূর্ণ ব্যাখ্যা সাহাবায়ে কিরাম رضي الله عنهم দিয়ে যাননি, তাহলে সে সাহাবায়ে কিরামের প্রতি মিথ্যারোপকারী বলে গণ্য হবে। সাহাবায়ে কিরামের (رضي الله عنهم) উপর মিথ্যা অপবাদ আরোপ এবং তাদের সাথে মুছলিম উম্মাহ্র সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য এরূপ কথাবার্তা যথেষ্ট। যে ব্যক্তি এরূপ কথাবার্তা বলবে নিঃসন্দেহে সে বিদ‘আতী, পথভ্রষ্ট এবং অপরকে পথভ্রষ্টকারী। সে এমন সব বিষয়ের অনুপ্রবেশ ইছলামে ঘটাতে চায় প্রকৃতপক্ষে…