এটি মুহ্তারাম আশ্শাইখ সালিহ্ আলফাওযান حفظه الله কর্তৃক আহলে ছুন্নাত ওয়াল জামা‘আতের প্রখ্যাত ইমাম- ইমাম আল বারবাহারী رحمه الله এর অনবদ্য গ্রন্থ “শারহুছ্ ছুন্নাহ” এর অতি চমৎকার ও মূল্যবান ব্যাখ্যাগ্রন্থের অডিও ভাষান্তর। বাংলা ভাষায় গ্রন্থটি ধারাবাহিকভাবে অডিও ভাষান্তর করছেন উছতায আবূ ছা‘আদা হাম্মাদ বিল্লাহ حفظه الله। এই পর্বে ইছলামী ‘আক্বীদাহ্র অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করা হয়েছে। আর সেটি হলো- “ক্বিয়ামাতের দিন ঈমানদারগণ তাদের মহান পালনকর্তা আল্লাহ্কে (سبحانه وتعالى) স্বচক্ষে (বাহ্যিক/দৈহিক চোঁখে) দেখবেন। তিনি তাদের থেকে হিসাব গ্রহণ করবেন অথচ তাঁর ও বান্দাহদের মধ্যে তখন কোন পর্দা বা আবরণ কিংবা কোন অনুবাদকারী মধ্যস্থ থাকবে না”।
অডিওটিতে নিম্নোক্ত বিষয়াদী অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করা হয়েছে:-
১) ‘আক্বীদাহ বিষয়ক জ্ঞান অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এটিকে (‘আক্বীদাহ বিষয়ক জ্ঞান অর্জনকে) তুচ্ছ বা হালকা মনে করার কোন অবকাশ নেই।
২) আ-খিরাতে আল্লাহ্কে (عز وجل) দেখার বিষয়ে মুছলমান দাবীদারগণ নিম্নোক্ত তিন ভাগে বিভক্ত:
(এক) যারা আল্লাহ্কে (سبحانه وتعالى) দুন্ইয়াতে হোক বা আখিরাতে হোক…