“শেষ দিনের প্রতি বিশ্বাস” বলতে কি বুঝায়?

শেষ দিনের প্রতি বিশ্বাস হলো:- ইয়াওমুল ক্বিয়ামাহ বা ক্বিয়ামাত দিবস এবং পরকাল সম্পর্কে আল্লাহ سبحانه وتعالى ও তাঁর রাছূল صلى الله عليه وسلم প্রদত্ত যাবতীয় সংবাদের প্রতি ঈমান পোষণ করা। পুনরুজ্জীবন ও পুনরুত্থানে বিশ্বাস করা, তথা দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ عز وجل যিনি সমস্ত সৃষ্টিকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, তিনিই সমস্ত কিছু ধ্বংস

Subscribe to our mailing list

* indicates required
Close