আল্লাহ্র (سبحانه وتعالى) যে বক্তব্য আল্লাহ্র উদ্ধৃতি দিয়ে রাছূল صلى الله عليه وسلم এর নিজ ভাষ্যে বর্ণিত হয়েছে, তাকেই হাদীছে ক্বোদছী বলা হয়।
হাদীছে ক্বোদছী এবং ক্বোরআনুল কারীমের মধ্যে পার্থ্যক্য হলো এই যে, ক্বোরআনুল কারীমের শব্দ, বাক্য, বিষয়-বস্তু মোটকথা সবকিছু আল্লাহ্র (سبحانه وتعالى) পক্ষ থেকে জিবরাঈল…