হাদীছের শ্রেণী ও প্রকারভেদ

হাদীছের শ্রেণী ও প্রকারভেদ:

ছনদ তথা বর্ণনাধারার শেষ বা চূড়ান্ততা বিবেচনায় হাদীছ কত প্রকার ও কি কি?

ছনদ তথা বর্ণনাধারার শেষ বা চূড়ান্ততা বিবেচনায় খাব্‌র/হাদীছ তিন প্রকার:-

(১) মারফু‘ (২) মাওক্বোফ (৩) মাক্বতূ‘।

হাদীছ বা খাব্‌রে মারফূ‘ কাকে বলে এবং তা কত প্রকার ও কি কি?

Subscribe to our mailing list

* indicates required
Close