আমাদের সমাজে অনেকেই সালাতে দাঁড়িয়ে ক্বিবলামুখী হয়ে তাকবীরে তাহ্‌রীমাহ বলার আগেই এই বাক্যগুলো…

প্রশ্ন:-

“وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ”

আমাদের সমাজে অনেকেই সালাতে দাঁড়িয়ে ক্বিবলামুখী হয়ে তাকবীরে তাহ্‌রীমাহ বলার আগেই উপরোক্ত বাক্যগুলো (যিক্‌রটি আংশিক) পড়ে থাকেন। প্রশ্ন হলো- প্রকৃতপক্ষে সালাতে এই যিক্‌রটি কখন পড়তে হয়?

উত্তর:- উক্ত যিক্‌রটি তাকবীরে তাহ্‌রীমাহ্‌র আগে নয়, পরে পাঠ করা মুছতাহাব্ব। এটি সালাতের প্রারম্ভিক বা সালাত আরম্ভ করার যিক্‌র হিসেবে রাছূলুল্লাহ 1 হতে বর্ণিত রয়েছে। ‘আলী 3 হতে বর্ণিত যে, রাছূলুল্লাহ 1 মাঝে মধ্যে সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহ্‌রীমাহ বলার পর-

“وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ”

এই যিক্‌র পাঠের মাধ্যমে সালাত শুরু করতেন।সাহীহ্‌ মুছলিম, মুছনাদে ইমাম আহ্‌মাদ

সুতরাং উক্ত যিক্‌রটি তাকবীরে তাহ্‌রীমাহ বলে সালাত শুরু করার আগে পড়া যাবে না।

সূত্র:-  ফাতাওয়া আশ্‌শাইখ সালিহ্‌ আল ফাওযান c


১. সাহীহ্‌ মুছলিম, মুছনাদে ইমাম আহ্‌মাদ 

Subscribe to our mailing list

* indicates required
Close