আল্লাহ্‌র (سبحانه وتعالى) সুমহান নাম ও গুণাবলী বিষয়ে আহলুছ্‌ ছুন্নাহ্‌ ওয়াল জামা‘আতের ‘আক্বীদাহ্‌-বিশ্বাস, নীতি ও আদর্শ

আহ্‌লুছ ছুন্নাহ ওয়াল জামা‘আতের ইমামগণ সকলেই এ বিষয়ে একমত যে, ক্বোরআনে কারীম এবং রাছূলুল্লাহ 1 এর বিশুদ্ধ ছুন্নাহ্‌তে আল্লাহ্‌র যে সকল সুন্দর নাম যেভাবে বর্ণিত রয়েছে, কেবলমাত্র সেগুলোকে সেভাবেই আল্লাহ্‌র নাম বলে বিশ্বাস ও স্বীকার করতে হবে। তাতে কোনরূপ সংযোজন, বিয়োজন, পরিবর্তন কিংবা পরিবর্ধন করা যাবে না। কেননা আল্লাহ্‌র নামসমূহ হলো আম্‌রে তাওক্বীফী তথা সম্পূর্ণরূপে শারী‘য়াত কর্তৃক সুনির্ধারিত বিষয়। তাই তাতে মানুষের নিজস্ব জ্ঞান-বুদ্ধির কোন স্থান বা অবকাশ নেই। ইমাম নাওয়াওয়ী o বলেছেন:-

أَسْمَاءُ اللَّهِ تَعَالَى تَوْقِيفِيَّةٌ لَا تُطْلَقُ إلَّا بِدَلِيلٍ صَحِيحٍ.شرح النووي-١٨٨ /٧

অর্থ- আল্লাহ্‌র নামসমূহ হলো তাওক্বীফী তথা শারী‘আহ্‌ কতৃক সুনির্ধারিত, তাই বিশুদ্ধ দালীল-প্রমাণ ছাড়া কোন কিছুকে আল্লাহ্‌র নাম বলা যাবে না।শারহুন্‌ নাওয়াওয়ী- ৭/১৮৮


১. شرح النووي-١٨٨ /٧ 
২. শারহুন্‌ নাওয়াওয়ী- ৭/১৮৮ 
পড়তে এখানে ক্লিক করুন

Subscribe to our mailing list

* indicates required
Close