এটি শাইখ হাম্মাদ বিল্লাহ حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি বক্তৃতা। এতে তিনি বিশেষভাবে বাংলদেশের মুছলমানদের মধ্যে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তিনি মুছলমানদেরকে প্রতিটি ‘আক্বীদাহ-বিশ্বাস ও কাজে-কর্মে ক্বোরআন ও ছুন্নাহ্র সুস্পষ্ট বিশুদ্ধ দালীলের উপর নির্ভর করার এবং তা অনুসরণ করার আহবান জানিয়েছেন। প্রকৃত অর্থে ক্বোরআন-ছুন্নাহ্র দালীলকে অনুসরণ করাই হলো সত্যিকার গ্রহণযোগ্য তাক্বলীদ।…