এটি হলো “এসো দ্বীন শিখি” এর মাধ্যমে বিগত ২রা জুলাই- ২০১৪ ইং তারিখে বাংলাদেশের মুছলমানদের উদ্দেশ্যে শাইখ আবূ ‘উমার উছামা আল ‘উতাইবী حفظه الله প্রদত্ত অত্যন্ত মূল্যবান একটি ভাষণ। এতে তিনি ছালাফী দা‘ওয়াতের মূলনীতি বিষয়ে আলোচনা করেছেন এবং বিশেষ করে বর্তমান সময়ে যখন পথভ্রষ্টকারী দা‘য়ীদের সংখ্যা অনেক বেড়ে গেছে, মুছলমানরা প্রতিনিয়ত ফিতনার সম্মুখীন হচ্ছেন; এসময়ে ছালাফে সালিহীনের মানহাজ অত্যন্ত শক্তভাবে অবলম্বন করার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, ছালাফে সালিহীনের মানহাজ যথাযথভাবে অনুসরণ করাই হচ্ছে মুক্তি লাভের পথ।…