এই অডিওটি হলো শাইখ মুহাম্মাদ ইবনু ‘উমার বাযমূল حفظه الله প্রদত্ত “ছালাফে সালিহীনের অনুসৃত নীতির উপর অটল ও অবিচল থাকা” বিষয়ে প্রদত্ত একটি মূল্যবান ‘আরাবী ভাষণের বাংলা ভাষান্তর। ক্তব্যে উল্লেখিত মূল বিষয়গুলো:-
১) পূর্ববর্তী ক্লাসের সংক্ষিপ্ত পূণঃআলোচনা।
২) দৃঢ়তা ও অবিচলতা হলো আহলুল হাদীছের বৈশিষ্ট্য। এই উত্তম গুণগুলো অন্যান্য দলের চেয়ে আহলুল হাদীছের মধ্যেই বেশি পাওয়া যায়।
৩) আহলুছ্ ছুন্নাহ বা আহলুল হাদীছ হলেন তারা যারা সত্যের উপর অটল থাকেন। অপরপক্ষে যারা আহ্লে ছুন্নাত ওয়াল জামা‘আতের অনুসারী নয় তাদের মধ্যেই বিচলতা ও অস্থিরতা (কখনো এই দলের সাথে কখনো ঐ দলের সাথে) প্রচন্ডভাবে দেখা যায়। শাইখ বলেছেন যে, আপনি আহ্লুছ্ ছুন্নাহ্র প্রকৃত কোন অনুসারীকে দার্শনিকদের কিংবা তাবলীগ জামা‘আতের বা অন্য কোন দলের সাথে দেখতে পাবেন না।
৪) আহলুল কালাম ও দর্শনশাস্ত্রীগণের মধ্যে তফাৎ।…